মতলবে দুর্নীতিবিরোধী দিবস পালিত

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৯ ডিসেম্বর বিভিন্ন সরকারি দপ্তর, রাষ্ট্রয়াত্ব সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটসের সদস্যবৃন্দ, পিকেএসএফের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের পেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক মুক্তার আহমেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন,সহকারী শিক্ষা অফিসার তানভির হাসান,সিসিডিএ এনজিওর শাখা ব্যবস্থাপক নেপাল দেবনাথসহ অন্যান্যরা।

Loading

শেয়ার করুন: