মতলবে নির্বাচনী আচরণবিধি না মানায় অর্থদন্ড

মতলব প্রতিনিধি :

মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ১ জনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইনের নির্দিষ্ট ধারায় ৬ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৭ জুলাই) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া।

মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা প্রদান করেন থানা পুলিশের সদস্যবৃন্দ। নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য,ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা -২০১৬ অনুযায়ী- ১. নির্বাচনী প্রচারণার পোস্টার,লিফলেট হবে-সাদা-কালো এবং পোস্টার এর আয়তন ৬০ সেন্টিমিটার ৪৫ সেন্টিমিটারের অধিক হতে পারবে না।

২.কোন প্রার্থী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি,সংস্থা বা প্রতিষ্ঠান বা রাজনৈতিক দল নির্বাচনি এলাকায় অবস্থিত দেওয়াল বা যানবাহনে পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল লাগাইতে পারিবেন না।

৩. মাইকের ব্যবহার দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত সীমিত রাখতে হবে।

Loading

শেয়ার করুন: