মতলব দক্ষিণ সংবাদদাতা:
মতলব দক্ষিণ উপজেলার পত্রিকা বিলিকারকদের( হকার) মধ্যে খাদ্য সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ফাহমিদা হক।গতকাল ১০ মে রবিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া মতলব দক্ষিণ উপজেলা সদর ও নারায়ণপুর এলাকার পত্রিকা বিলিকারকদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এ সময় মতলব দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) রবিউল ইসলাম,সহকারী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম,আমাদের সময় মতলব প্রতিনিধি মাহফুজ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।