মো.আকতার হোসেন :
করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দূর্যোগকালীন সময়ে ২য় ধাপে শতাধিক গরীব ও অসহায়দের মাঝে বাংলাদেশ শেলটারের সহযোগিতায় ১৪ মে সকাল ১১টায় টিএন্ডটি এলাকায় সংগঠনের কার্যালয়ে খাদ্য সহায়তাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে বাংলাদেশ শেলটারের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের সুপারভাইজার আঃ সালাম দেওয়ানজি, মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রোটা. রেদওয়ান আহমেদ জাকির, বাংলাদেশ শেলটারের নির্বাহী সদস্য এম.এ মান্নান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোঃ মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে চাউল, ডাল, তৈল, চিনি, লবণ, পেয়াজ, আলু, বিস্কুট, সেমাই প্রভৃতি বিতরণ করা হয়।
বাংলাদেশ শেলটারের নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, ২য় ধাপে শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে এ সহযোতিা অব্যাহত থাকবে।