মতলবে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা

মতলব প্রতিনিধি:

মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে ভাষা শহিদের স্মরণে ২০ ফেব্রুয়ারী শনিবার দুপুরে মতলব কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর আ’লীগের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম পাটোয়ারী দুলাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বাবু নির্মল গোস্বামী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য জাকিয়া সুলতানা শেফালী, মতলব পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন।

আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, উপজেলা আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী, কালাম মিয়াজী, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তসলিম নিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপন, আওয়ামী লীগ নেতা রতন সরকার, জেলা যুবলীগের সদস্য চন্দন সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ভিপি আতাউর রহমান, মতলব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

সভায় উপজেলা, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: