মতলবে ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা

মতলব সংবাদদাতাঃ

মতলব উপজেলা সদর ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিতকল্পে আজ ২৩ জানুয়ারি রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মাস্ক পরিধান না করার অপরাধে সংশ্লিষ্ট আইনে ১০ টি মামলায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি)সেটু কুমার বড়ুয়া।

জানা যায়,সাধারণ মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিনামূল্যে মাস্ক প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পুলিশ সদস্যগণ ও উপজেলার স্কাউটসের সদস্যগণ।

এসময় সদর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার সরকার লিখন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন,করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: