মতলবে শতাধিক নারীর যুবলীগে যোগদান

মতলব প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে মতলব পৌর আওয়ামী  যুবলীগের সদস্য ফরম পূরণ করে শতাধিক  নারী যুবলীগে যোগদান করেছেন।
২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কোহিনূর বেগমের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের শতাধিক বিএনপি  নারী সদস্য  আনুষ্ঠানিকভাবে  আওয়ামী যুবলীগে যোগদান করেন।
মতলব পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান  রোকন ফুলের শুভেচ্ছা জানিয়ে দলে তাদেরকে গ্রহণ করেন।
এসময়  পৌর যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম মিয়াজী, উপজেলা যুবলীগের সাবেক সদস্য জালাল ফরাজী, পৌর যুবলীগ নেতা ফজলে রাব্বি ইয়ামিন, মোঃ উজ্জল মিয়াজী,  ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মাহফুজ সরকার, ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ শাহিন সরকার, সাধারণ সম্পাদক মোঃ কামাল বেপারী, যুবলীগ নেতা রাসেল দেওয়ান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
নব যোগদান কৃত সদস্যরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের  প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতি  শ্রদ্ধা জ্ঞাপন করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে  ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তারা প্রতিজ্ঞা করেন।

Loading

শেয়ার করুন: