মতলবে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন

মতলব  প্রতিনিধি:
মতলব পৌরসভার উত্তর নলুয়ায় অবস্থিত প্রাথমিক পর্যায়ে সুনামধন্য স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির আয়োজনে ও সিয়াম ট্রাস্ট ফাইন্ড এর তত্ত্বাবধানে   ২১ নভেম্বর (মঙ্গলবার) ফ্রী মেডিকেল ক্যাম্পের  আয়োজন করা হয়।
মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, প্রতিষ্ঠানটির উপদেষ্টা, কবি ও সাংবাদিক মুহাম্মদ জাকির হোসেন ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মো: মহিবুল্লাহ সৌরভ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমির এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিভিন্ন শিক্ষামূলক, সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকান্ডে স্ট্যান্ডার্ড ট্যালেন্ট একাডেমি বরাবরই প্রশংসিত। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি ভালো কাজের পাশে থাকতে পেরে আনন্দিত।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জাহান শাওলিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজিব কিশোর বণিক, মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, সিয়াম ট্রাস্ট ফান্ডের প্রতিনিধি মো. ইপু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রাধেশ্যাম মন্ডল, শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ ও চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।
সিয়াম ট্রাস্ট ফান্ডের তত্ত্বাবধানে প্রায় পাঁচশ  রোগীকে চিকিৎসা প্রদান করেন ডাঃ বোরহান উদ্দিন , ডাঃ কৌশিক হাওলাদার, ডাঃ ঋত্বিকা মজুমদার, ডাঃ ফাতেমা ইসলাম। ক্যাম্পে রোগীদের বিনামূল্যের ঔষধ প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন মতলব প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিমাই চন্দ্র ঘোষ ও মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটির একটি দল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Loading

শেয়ার করুন: