মতলব উত্তরে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে লাশ হলেন খবির

স্টাফ রিপোর্টার : চাঁদপুর মতলব উত্তর উপজেলায় একটি খাল থেকে খবির প্রধান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মান্দারতলী গ্রামের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
খবির প্রধান মান্দারতলী গ্রামের মৃত গোলাম মোর্তোজা প্রধানের ছেলে। তিনি অটোরিকশা চালিয়ে ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
খবিরের চাচাতো ভাই পাভেল বলেন, মঙ্গলবার বিকেলে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়েছিল খবির। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায় জানতে পাই, কে বা কারা ভাইকে মেরে খালের পানিতে ফেলে রেখে গেছে।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেন বলেন, খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

Loading

শেয়ার করুন: