মতলব উত্তরে পাউবো’র খালের মাটি যাচ্ছে ইট ভাটায়

 

স্টাফ রিপোর্টার ॥

প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের খালের মাটি কেটে বিক্রি হচ্ছে ইট ভাটায়।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের ওয়াপদার পানি নিষ্কাসনের খালের পাড় ভেকু দিয়ে কেটে মাটি বিক্রি করছে মাদক কারবারি মো. সোহান ও তার সহযোগীরা। এলাকাবাসী বাঁধা দিলে তাদের ভয়ভীতি প্রদর্শন করেন সোহান ও তার সহযোগীরা।

স্থানীয় এলাকার লোকজন জানান, সোহান একজন মাদক কারবারি। তার ভয়ে এলাকার লোকজন কথা বলে না। কয়েকদিন যাবৎ বিলের খালের পাড় কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করতেছে। কেউ বাঁধা দিয়ে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সোহান। এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি যাতে খাল থেকে কেউ মাটি তুলে বিক্রি করতে না পারে।

অভিযুক্ত সোহান বলে, এই খালের রাস্তা ভেঙে যাওয়ায় মেরামতের জন্য কিছু মাটি আমরা বিক্রি করছি। আমি এলাকায় মুরব্বিদের সাথে যোগাযোগ করেই এখানে মাটি কাটছি।

এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেনের চৌধুরী জানান, বিষয়টি আমি জেনেছি। যারা অন্যায়ভাবে সরকারি যায়গা থেকে বালু উত্তোলন করে অন্য যায়গায় বিক্রি করে তাদের বিরুদ্ধে আমার পরিষদের পক্ষ থেকে ব্যাবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি আমি শুনেছি। ব্যবস্থা নেওয়া হবে।

Loading

শেয়ার করুন: