মনিরা আক্তার মনি :
মতলব উত্তরে বিস্তৃীর্ণ জমিতে এ বছর মসূর ডালের আবাদ হয়েছে। মসুর ডাল চাষে এবার প্রাকৃতিক দূর্যোগ না থাকায় ও রাসায়নিক সার কীটনাশকের স্বাভাবিক মূল্য থাকায় এ বছরে কৃষক রেকর্ড পরিমান জমিতে মসূর ডালের আবাদ করেছেন।
স্থানীয় কৃষক রহমত আলী জানান, তাদের আশা এবছরও মসূর ডালের আবাদে বাম্পার ফলনে কৃষক লাভবান হবেন।
কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বিস্তীর্ণ জমিতে মসূর ডালের আবাদ করা হয়েছে। চলনবিলের উর্বর পলি দোঁ-আশ মাটিতে কৃষক মসূর ডালের আবাদ করে এ বছরে লাভের মূখ দেখছেন।
জহিরাবাদ ইউনিয়নের চর জহিরাবাদ গ্রামের কৃষক মো. ইব্রাহিম জানান, সাধারণত কার্তিক অগ্রহায়ণ মাসে জমিতে মসূর ডালের বীজ বোনা হয় এবং তা ফাল্গুনের মাঝামাঝিতেই জমিতে মসূর ডাল তোলা শুরু হয়।
কৃষকেরা অল্প পরিশ্রম ও স্বল্প খরচে ৯০ থেকে ১০০দিনের মধ্যে মসূর ডালের ফলন পেতে পারেন। ভালো করে পরিচর্যা করলে বিঘা প্রতি ৬ থেকে ৮ মন পর্যন্ত মসূর ডালের ফলন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, উৎপাদন খরচ কম হওয়ায় এবং মসূর ডালের বাম্পার ফলনের কারনে সর্বোপরি ভালো দাম পাওয়ায় মতলব উত্তরের কৃষক মসূর ডালের আবাদের প্রতি ঝুঁকছেন।