মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে ধানের চারা ফেলা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে লাথি ও কিল-ঘুষিতে কবির সরকার (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় একই গ্ৰামের মৃত ছিদ্দিক প্রধানের ছেলে মানিক প্রধানের (৫৫) মারধরের পর কবির সরকারের মৃত্যু হয়।
নিহত কবির সরকার ছোট লক্ষ্মীপুর গ্ৰামের মৃত হান্নান সরকারের ছেলে।
স্থানীয় ব্যক্তিরা জানান, ধানের চারা ফেলা নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এরপর মানিক প্রধান তার হাতে থাকা লাঠি দিয়ে কবির সরকারকে আঘাত করাসহ লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। এতে তার মৃত্যু হয়। মানিক প্রধানের সঙ্গে একই গ্ৰামের মুকবিল হোসেন ও মানিক প্রধানের স্ত্রী শামসুন নাহার ছিলেন বলে জানান তারা।
মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়েছি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠাব।