মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ রাশেদ মোবারক। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে তিনি থানার দায়িত্বভার গ্রহন করেন। বিদায়ী ওসি মোহাম্মদ মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হন তিনি। এর আগে মোহাম্মদ রাশেদ মোবারক চাঁদপুর জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
নবাগত ওসি মোহাম্মদ রাশেদ মোবারক চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম; পুলিশ সুপার, চাঁদপুর মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়’সহ সকল উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব যেন সৎ, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারে সেই জন্য আমার সকল সিনিয়র স্যার’সহ মতলব উত্তর থানার সকল শ্রেনী পেশার মানুষ, সাংবাদিক সহকর্মী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগীতা কামনা করেন।
এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি, মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় মতলব উত্তর ছাড়। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় মতলব উত্তর ছাড়। এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।