মতলব উত্তর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা কওে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ পলাতক আসামীকে আটক কওে আদালতে প্রেরণ করেছেন।
মতলব উত্তর থানা পুলিশ কর্তৃক জিআর- ৭৭/২০ মূলে আসামী মো. আরিফ হোসেন (১৯) পিতা- মো. আবুল হোসেন, সাং- উত্তর নিশ্চিন্তপুর (প্রধান বাড়ী), উপজেলা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর, জিআর- ১৭৫/২০ মূলে আসামী টিপু (২৫) পিতা- মৃত হাসেম দেওয়ান সাং- শাখাড়ীপাড়া, উপজেলা – মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ এবং পল্লবী থানার নন এফআইআর নং- ২৯৫/১৭ মূলে আসামী মো. শরীফ, পিতা- মো. মনির, সাং- গোপালকান্দি, মতরব উত্তর- মতলব উত্তর,জেলা- চাঁদপুরদের গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এছাড়াও ১৬ ফেব্রুয়ারী ২০২১ইং মতলব উত্তর থানায় ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ০১ জন আসামী গ্রেফতার করা হয়।
অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ দ্বয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধায়নে অত্র থানায় কর্মরত এসআই মে.ইব্রাহীম সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন দক্ষিন মাইজকান্দি গ্রামস্থ মাইজকান্দি জামে মসজিদের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী মো. হুমায়ূন কবির (৪৫), পিতা- মো. মোখলেছুর রহমান, সাং- শাখারীপাড়া, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন।
উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজত হইতে ২৩ (তেইশ) পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন এবং একই দিন এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ জিআর- ৬৭/১৮, মূলে শাহ ইমরান হোসেন(৩৫), পিতা- মো. খালেক সুবেদার, সাং- আমিনপুর, থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।