মতলব দক্ষিণে নব-নির্মিত বিএডিসি’র ভবন উদ্ভোধন

  আক্তার হোসেন:
‘কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প’ এর আওতায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে নব-নির্মিত “মতলব ইউনিট অফিস কাম ট্রেনিং সেন্টার” এর শুভ উদ্ভোধন করা হয়েছে।
আজ ৫ নভেম্বর সকাল ১০টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ভবনের উদ্ভোধন করেন অনুষ্ঠানের উদ্ভোধক ও প্রধান অতিথি, দেশ বরেণ্য বিশিষ্ট অর্থনীতিবীদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।
এসময় তিনি বলেন, কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধ পরিকর। বিএডিসি’র উপর অর্পিত মৌলিক কাজগুলো হচ্ছে- সারা বাংলাদেশে কৃষি উপকরণ উৎপাদন, সংগ্রহ (ক্রয়), পরিবহন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাপনা টেকসই করা এবং অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ যেমন: বীজ, সার সরবরাহ এবং ভূপরিস্থ ও ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কৃষকের জন্য সেচের সুযোগ সৃষ্টি করা। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের ভিত্তিতে দেশের কৃষির উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কৃষি মন্ত্রনালয়ের তেমনি একটি সফল প্রকল্প হচ্ছে এই “কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প” যা ইতোমধ্যে প্রকল্প এলাকার কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএডিসি’র কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও তিন জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠান পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রিপন বালা, পৌরসভাস্থ ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল বাশার পারভেজ মিয়াজী, আওয়ামীলীগ নেতা মোঃ ফারুক আহমেদ বাদল, মোঃ ফারুক বিন জামান প্রমুখ।
নবনির্মিত বিএডিসি ভবনের সার্বিক তত্তাবধায়ক ও ঠিকাদার ছিলেন মোঃ লিয়াকত আলী চৌধুরী সুমন। উদ্ভোধন পর্ব শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি  বিতরণ করা হয়।

Loading

শেয়ার করুন: