মতলব প্রতিনিধি:
মতলব প্রেসক্লাবের গৌরব ঐতিহ্য ও সাফল্যের ২৮ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২০ মার্চ) বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন।
এ সময় মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আমীর খসরু প্রধান, গোলাম সারওয়ার সেলিম, সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, শ্যামল চন্দ্র দাস, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সহ সভাপতি নিমাই চন্দ্র ঘোষ,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, রেদোয়ান আহমেদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাহফুজ মল্লিক,দপ্তর সম্পাদক আব্দুল মান্নান খান,প্রচার সম্পাদক মোশাররফ হোসেন তালুকদার, সাধারণ সদস্য লোকমান হাবীব, কামাল হোসেন দেওয়ান, সমির ভট্টাচার্য বলু, আশরাফুল জাহান শাওলিন,খোরশেদ আলমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।