মহান বিজয় দিবসে চাঁদপুরে ইসলামী আন্দোলনের জমায়েত ও পতাকা র‍্যালী

 

স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের জমায়েত ও পতাকা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন শপথ চত্বরে পতাকা র‍্যালী পূর্ব জমায়েতে সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মাদ জয়নাল আবেদিন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মৌলিক শ্লোগান- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার থেকে আজও জাতি বঞ্চিত। দেশে বিচার নেই, সর্বত্র দলীয়করণ চলছে। সর্বত্র সাম্যের বিপরীত বৈষম্য সৃষ্টি করে রেখেছে। দেশে ভোট ও ভাতের অধিকার নেই।
তিনি বলেন, পাকিস্তান আমলে মানুষ ভোট দিতে পারতো, এখন মানুষ ভোটও দিতে পারছে না। ধনী-দরিদ্রের বৈষম্য এখন অনেক বেশি। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তির লক্ষে যুদ্ধ হয়েছিলে। এখন আবার সময় হয়েছে আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার। এই যুদ্ধ ও সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কেএম ইয়াসমিন রাসেদসানীর পরিচালনায় র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা আবুল বাশার তালুকদার, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসাইন প্রমুখ।
জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহরের শপথ চত্বর থেকে বিজয় দিবসের একটি পতাকা র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পতাকা র‍্যালী শেষে বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Loading

শেয়ার করুন: