নিজস্ব প্রতিবেদক ॥
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।দিবসটি উপলক্ষ্যে চাঁদপুরে জেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন । আজ মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধের স্মারক ভাস্কার্য অঙ্গীকার পাদদেশে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি ঘোষণা করা হবে। এরপর অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ এবং সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহে সঠিক মাপ ও রঙ্গের জাতীয় পতাকা উত্তোলন।
সকাল সাড়ে ৮ টায় চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,জেলা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, পুলিশ,আনসার ভিডিপি,বিএনসিসি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্স, কারারক্ষী,রোভার স্কাউটস,স্কাউটস,গালর্স গাইড ও কমিনিউটি পুলিশসহ বিভিন্ন প্রতিষ্ঠনির ছাত্র-ছাত্রী ও অন্যান্য শিশু কিশোর সংগঠনের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ ।
কুচকাওয়াজের পর শিশু-কিশোরদের শরীর চর্চা,ডিসপ্লে প্রদর্শন, ক্রীড়া অনুষ্ঠান,শিক্ষার্থী কর্তৃক বিজয় ফুল তৈরি,শরীরে ধারণ ও পুরুস্কার বিতরণ। মহান বিজয় দিবসের দিন ১১ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সুবিধাজনক সময়ে সন্ত্রাস , জঙ্গিবাদ মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির জন্য আলোচনা ও শহিদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত /বীর মুক্তিযোদ্ধা/ যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি, অগ্রগতি শান্তি কামনা করে সকল মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। দুপুরে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, শিশু পরিবার ও মূক-বধির স্কুলে উন্নতমানের খাবার পরিবেশন করতে হবে।
বেলা ২ টা হতে সূর্যাস্ত পর্যন্ত বাংলাদেশ নৌ-বাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক চাঁদপুর পুরাতন লঞ্চঘাটে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনীর জাহাজ জনসাধারণের দর্শনের জন্য উন্মুক্ত রাখা বিকেল সাড়ে ৩ টায় চাঁদপুর সরকারি মহিলা কলেজ মাঠে মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা ও ক্রীড়া অনুষ্ঠান। চাঁঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসক একাদশ বনাম পৌরসভা একাদশের মাঝে প্রীতি-ফুটবল ম্যাচ ও রশি টানাটানি খেলা।
সন্ধ্যা ৬ টায় বিজয় মেলা মঞ্চে মহান বিজয় দিবস উপলক্ষে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবং ৭ টায় বিভিন্ন সামাজিক/সাংস্কৃতিক সংগঠন কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবিষয়ে এক বার্তায় জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রকৃতির কোমল হিমে নিশির শিশিরে স্নাত ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, গৌরবের মাস।
নির্মম শোষণের নিগঢ় হতে এক সাগর রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমিকে মুক্ত করার মহান মাস এই ডিসেম্বর। একাত্তরের রক্ত-রণাঙ্গনে তিরিশ লক্ষ শহিদের জীবনের দামে বাঙালির মুক্ত আকাশে উড্ডীন হয়েছে লাল-সবুজ পতাকা। ষোল ডিসেম্বর বীর বাঙালির বিজয়ের এই দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়েপড়া সকল বীর মুক্তিযোদ্ধাকে। তাঁরা সেদিন ভয়কে জয় করে এগিয়ে গিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন, সার্বভৌম। তাঁদের এই ঋণ ভুলবার নয়, ভোলা যায় না।
তিনি আরও বলেন, ইতিহাসের রক্ত আখরে লেখা এই বিশ্ববিদিত বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জেলা প্রশাসন, চাঁদপুর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। উৎসবমুখর এ আয়োজনে আপনার স্বতঃস্ফূর্ত ও সপ্রাণ উপস্থিতি একান্তভাবে কামনা করছি।