নিজস্ব প্রতিবেদক ॥
তুমি বাংলার মহান স্থপতি, জাতির সূর্যোদয়, তোমার সাহসে বিজয়ী মানুষ, আমরা করি না ভয়” এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ ও স্বাধীনতাকামীরা দীর্ঘ ৯ মাসের স্বশস্ত্র সংগ্রামের বিনিময়ে ছিনিয়ে আনেন আমাদের কাঙ্খিত স্বাধীনতা। গৌরবোজ্জ্বল এই দিন উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে অঙ্গীকারের পাদদেশে পুষ্পস্তবক অর্পন।
বিকাল ৩ টায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
বাদ আছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল বীর শহীদদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা, যুদ্ধাহত ও অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসানালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা শেষে তাবারুক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল আহবান জানিয়েছেন।