মতলব উত্তর ব্যুরো:
মাই টিভির মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. দ্বীন ইসলাম। ১০ মার্চ মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন সাথীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
মো. দ্বীন ইসলাম বর্তমানে দৈনিক আলোকিত বাংলাদেশ, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকায় কর্মরত আছেন। জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর বাণী ডট কমের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে তিনি কর্মঠ হিসেবে পরিচিত।
তিনি একাধারে একজন সাংবাদিক নেতা হিসবে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। দীর্ঘ দিন থেকে মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সাংবাদিক দ্বীন ইসলাম জানান, আপাদমস্তক একজন সংবাদ কর্মী হিসেবে নিরপেক্ষ ভাবে কাজ করার লক্ষ্যে দল মতের উর্ধ্বে থেকে সকলের সহযোগিতা কামনা করেন।( মোবাইল ০১৮২৫-০০ ২৬ ০২, ০১৭৮৯-৫১ ৫১ ০৮ ও ই-মেইল dinislam1583@gmail.com)
এ সময় মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সল উপস্থিত ছিলেন।