:
নিজস্ব প্রতিনিধি ॥
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সাজেদুল হোসেন চৌধুরী (দীপু) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।
শোক বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এ দিকে দীপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির, চাঁদপুর প্রবাহের প্রকাশক ও উপদেষ্টা সম্পাদক নিলুফা আক্তার।
সাজেদুল হোসেন চৌধুরী দীপু ১৯৭২ সালের পহেলা ফেব্রুয়ারি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া একজন বীর বিক্রম এবং ক্র্যাক প্লাটুনের কমান্ডার ছিলেন। আ’লীগ সরকারের তিন বারের সাবেক সফল মন্ত্রী ছিলেন। যিনি বর্তমানে বাংলাদেশ আ’লীগের সর্বোচ্চ নিতিনির্ধরনী ফোরাম সভাপতিমন্ডলির অন্যতম সদস্য।
সাজেদুল হোসেন চৌধুরী দিপু এক নামে চেনা মতলবের অত্যন্ত জনপ্রিয় মুখ। নিরহংকারী অত্যন্ত সাদা মনের মনের মানুষ ছিলেন তিনি। আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত সাজেদুল হোসেন চৌধুরী দিপু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্যকরি কমিটির সদস্য ছিলেন। একাধারে সমাজ সেবক, ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী, ধর্মানুরাগী, দানবীর এবং সর্বশেষ অসহায় মানুষের বন্ধু ছিলেন তিন।
তার ঘনিষ্ঠজনেরা জানান, আজ ৩ ডিসেম্বর রবিবার মতলব উত্তরের মোহনপুরে বাদ জোহর, মতলব দক্ষিণে বাদ আসর এবং ৪ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিপু চৌধুরীর নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাজেদুল হোসেন চৌধুরী (দীপু)। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য গত ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয় থেকে বাবার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। যদিও আওয়ামী লীগ থেকে দীপু মনোনয়ন পাননি, পেয়েছেন তার বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।