নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ উপলক্ষে সচেতনতা সভা, র্যালি ও মেঘনায় নৌ-টহল অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৩ তারিখ থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ উপলক্ষে চাঁদপুর জেলার বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে (বড়স্টেশন, মোলহেড) আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সরকার ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে। এসময়ে যেসব জেলে অবসরে থাকবেন, তাদের জন্য সরকার খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চালের ব্যবস্থা করেছে।
আইন অমান্য করে কোনো জেলে নদীতে নেমে মা ইলিশ ধরতে গিয়ে আটক হলে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি জেলে কার্ড বাতিল করা হবে। এটি আমরা স্থানীয়ভাবে চিন্তা করছি।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেড বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্রে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনারা (জেলেরা) যদি সরকারের সিদ্ধান্ত মেনে চলেন, তাহলে আমাদের কঠোর হতে হবে না এবং আইন প্রয়োগ করতে হবে না। আমাদের পরিকল্পনা হচ্ছে- এ বছর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌ পুলিশসহ সবাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেব। কারণ গত বছর জাটকা ও মা ইলিশ সংরক্ষণ অভিযানে বহু জেলে আটক হয়েছেন এবং জেল-জরিমানা হয়েছে। আপনারা যদি আইন না মানেন, তাহলে আমরা সর্বোচ্চ সাজা দিতে বাধ্য হবো।
ডিসি বলেন, এ বছর কোস্টগার্ডকে আমরা বলেছি, মতলব উত্তর উপজেলায় একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করতে। শিগগিরই সেখানে ক্যাম্প স্থাপন করা হবে। হাইমচর মৎস্য বিভাগ নতুন স্পিডবোট পেয়েছে। এখন থেকে অভিযানে জনপ্রতিনিধিরা সম্পৃক্ত হবেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদীর সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার মো: কামরুজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, এনএসআই এর উপপরিচালক শেখ আরমান আহমেদ, ইলিশ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান, আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জেলা কান্ট্রিফিশিং বোটের মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক ও মৎসজীবি নেতা তসলিম বেপারী প্রমুখ। সচেতনতা সভা শেষে উপস্থিত সবাই মিলে এক বর্ণাঢ্য নৌ-র্যালী সমন্বিতভাবে পদ্মা মেঘনার বিস্তীর্ণ এলাকা জুড়ে পরিচালিত হয়।