মা-বাবাকে মারধর করায় ছেলের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর শহরে মা-বাবাকে মারধর করায় মো. ইসমাইল চৌধুরী মানিক (৩৬) নামে ছেলেকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদরের রামদাসদী গ্রামে এ ঘটনা ঘটে। মানিক ওই গ্রামের আজিজুল চৌধুরীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-এমরান খাঁন ও সদর উপজেলার গোপনীয় সহকারী মো. মামুনুর রশিদ এবং সদর মডেল থানা পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, মানিকের বাবা আমাদের কাছে ও চাঁদপুর সদর মডেল থানায় সরাসরি এসে লিখিত অভিযোগ করেছেন। সেখানে মা-বাবাকে প্রতিনিয়ত মারধর করার কথা উল্লেখ করেছে। যার কারণে থানার সহযোগিতা নিয়ে আমরা ঘটনাস্থলে যাই।

তিনি আরো বলেন, ছেলে বাবা-মাকে মারধর করে স্থানীয়রাও আমাদের জানিয়েছে। এরপর ছেলেও স্বীকারোক্তি দিয়েছে সে তার মা-বাবাকে মারধর করে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: