মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক:

গত ৯ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে মতলব দক্ষিণ মুন্সিরহাট পূর্ব বাজার হাওলাদার মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

জানা যায়, প্রতি দিনের ন্যায় দোকানের ভাড়াটিয়া মোঃ আইয়ুব আলীর ছেলে আতাউর দোকান বন্ধ করে রাতে বাড়ি চলে যায়। গভীর রাতে বাজারে আগুন লেগেছে শুনে বাজারে এসে দেখে তার  টেইলার্সের দোকানে আগুন লেগেছে। পাশের ভবনের ভাড়াটিয়া হৃদয় জানান, রাতে যখন জানালার কাছে যাই বাহিরের দিকে তাকাতেই দেখি আগুনের লেলিহান শিখা। পরে আমি ফোন করে আশেপাশের লোক জনকে জানালে মসজিদের মাইক দিয়ে  মাইকিং করে দেয়।  বাজারের ব্যবসায়ী এবং আশপাশের লোকজন এসে আগুন নিভানোর জন্য চেষ্টা করে।

মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনে ফোন করে জানালে কর্তব্যরত অফিসার ইনচার্জ আসাদুজ্জামানসহ ফায়ার সার্ভিসের দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে চলে আসে এবং আগুন নেভাতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করেন। এদিকে দোকানের ব্যবসায়ী আইয়ুব আলী  জানান, তার দোকানে পাঁচটি সেলাই মেশিন এবং বিভিন্ন ধরনের কাপড়সহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশের দোকানের কাপড়ের ব্যবসায়ী মোঃ আব্দুল কাইয়ুম মৃধার দোকানের অনেক মালামাল নষ্ট হয় এবং দোকানের সিলিং, চাল সহ প্রায়  লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Loading

শেয়ার করুন: