চাঁদপুরের মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে পুলিশ খবর পেয়ে নদীর পাড় থেকে ভাসমান অবস্থায় আংশিক পচন ধরা মরদেহটি উদ্ধার করে।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন ৬নং ওয়ার্ড এলাকায় মিজান ছৈয়ালের বাড়ির পেছনে মেঘনা নদীর পাড়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। সকাল পৌনে ১১টায় ৯৯৯- এ খবর দেওয়া হলে চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
চাঁদপুর সদর নৌ থানার এসআই আরশ আলী বলেন, খবর পেয়ে দুপুরে মেঘনা নদীর পাড়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা আংশিক পচন ধরা মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তার পরনে জিন্সের প্যান্ট ও টি শার্ট ছিল।
চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। অজ্ঞাত লাশটির সুরুতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। মরদেহের পরিচয় জানার চেষ্টা অব্যাহত আছে।