নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ কেন্দ্রে শিক্ষার্থীর কাছে মোবাইল রাখা ও অসদুপায় অবলম্বনের চেষ্টায় দুই এইচএসসি পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে ওই কেন্দ্রে অতিরিক্ত সুপারভাইজিং কর্মকর্তা ও ট্যাগ অফিসার মুহাম্মদ মাহাবুব উল আলম দুই শিক্ষার্থীকে বহিস্কার করেন।
বহিস্কৃত শিক্ষার্থীরা হলেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী দিপক চন্দ্র দাস ও মো. হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান জানান, পরীক্ষার শুরুর ১০ মিনিটের মধ্যে তারা মোবাইল দেখে নকল করে লেখার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা দেখে পেলে । পরে তাদের বহিস্কার করা হয়। তারা আমাকে অবহিত করেন। এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। এর রির্পোট বোর্ডে পাঠানো হয়েছে।