মতলব উত্তর ব্যুরো
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বালুচর গ্রামে একটি রাস্তা ও ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার জুম্মা বাদ পূর্ব বালুচর বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত পুরুষ মহিলা ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এসময় মানবন্ধনে বক্তব্য দেন, পূর্ব বালুচর গ্রামের বাসিন্দা মো. শাহআলম, আবুল হোসেন, বিল্লাল হোসেন, আরশাদ ভূঁইয়া, কাদির মোল্লা, মো. সালাউদ্দিন বকাউল ও জামাল ভূঁইয়া প্রমুখ।
মানববন্ধনকারীরা বলেন, পূর্ব বালুচর গ্রামটি প্রায় ১০০ বছরের পুরনো গ্রাম। অথচ এই গ্রামে কোন রাস্তা নেই। গ্রামের মধ্যখানে সেচ ক্যানেলে একটি ভাঙা সাঁকো দিয়ে মানুষ চলাচল করে। ওইখানে একটি ব্রীজ হলে মানুষ সাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারতো।
বক্তারা আরও বলেন, পূর্ব বালুচর গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা প্রয়োজন। রাস্তা না থাকায় মানুষের চলাচল খুবই বেঘাত ঘটছে। মসজিদের মুসল্লীদের যাতায়াত ও স্কুল কলেজের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হল মানুষ মারা গেলে লাশের কফিন নিয়ে বের হওয়া যায় না। আমরা পূর্ব বালুচর গ্রামের মানুষ এতটা সমস্যা ভূগছি। তাই বাংলাদেশ সরকার ও স্থানীয় এমপির কাছে আমাদের দাবী পূর্ব বালুচর গ্রামে একটি নতুন রাস্তা ও একটি ব্রীজ নির্মাণ করে দিবেন। তাহলে আমরা এই গ্রামের মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো।
এ ব্যাপারে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম বলেন, ওই গ্রামে ভাঙা যেই সাঁকোটি আছে সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত মেরামত করা হবে। আর ব্রীজের কাজ আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো করবে।
রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। যদি ওই গ্রামের বাসিন্দারা যোগাযোগ করে তাহলে পরিদর্শন পূর্বক রাস্তা নির্মাণ করার ব্যবস্থা নেওয়া হবে।