রাস্তা প্রশস্তকরণে চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযান

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল এর নির্দেশে শহরের বাস স্ট্যান্ড থেকে চিত্রলেখা মোড় পর্যন্ত রাস্তা প্রশস্তকরণে ড্রেন ও ফুটপাত নির্মাণে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁদুপুরে পৌরসভার জায়গা অবৈধ দখলদার থেকে রক্ষায় তালতলা এলাকা ও শেখ হাসিনা ছাত্রী নিবাসের পেছনে অভিযান করা হয়।

অভিযানে চাঁদপুর পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, চাঁন মিয়া মাঝি, বাজার পরিদর্শক জায়েদুর রহমান জহির, সার্ভেয়ার মনিরুজ্জানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুর রহমান জহির জানায়, ৯নং ওয়ার্ডের শেখ হাসিনা ছাত্রী নিবাসের পেছনে ভবন করার নামে চাঁদপুর পৌরসভার চলাচলের ৬ ফুট রাস্তা বন্ধ করে দেওয়া হয়। চলাচলের রাস্তা বন্ধ করে রাখার স্থানটি উচ্ছেদ করে দেয় চাঁদপুর পৌরসভা।

এছাড়া তালতলা এলাকার এলজিডির সাথের নোভা প্যালেস ভবনটি চাঁদপুর পৌরসভার কয়েক ফুট জায়গা অবৈধভাবে দখল করে রাখে। চাঁদপুর পৌরসভা নিজ জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানায়, রাস্তা প্রশস্ত করনে ড্রেন ও ফুটপাত নির্মাণে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

Loading

শেয়ার করুন: