নিজস্ব প্রতিনিধি ॥
আজ সন্ধ্যায় চাঁদপুর ক্লাবে রোটারি ক্লাব অফ চাঁদপুর সেন্ট্রাল এর ৩৫ তম অভিষেক অনুষ্ঠান। অত্যন্ত জমকপূর্ণভাবে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এবং কান্ট্রি কোঅর্ডিনেটর ইশতিয়াক এ জামান পিডিজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মো, মহসিন উদ্দিন এবং পুলিশ সুপার মোঃ আব্দুর রাকিব পিপিএম। অনুষ্ঠানে সভাপ্রধানের দায়িত্ব পালন করবেন ক্লাব সভাপতি ডা, মো, ইফতে খারুল আল। অনুষ্ঠানে যথাসময়ে আমন্ত্রিত অতিথি এবং রোটারিয়ান বৃন্দকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন কক্লাব সেক্রেটারী আবু ইউসুফ তালুকদার মানিক।