রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির দায়িত্ব হস্তান্তর

স্টাফ রিপোর্টার॥

রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির নবাগত কমিটির কাছে বিদায়ী কমিটির কলার হ্যান্ডওভার , দায়িত্ব হস্তান্তর ও ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুলাই ) রাতে চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ রেড চিলি  চাইনীজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ক্লাবের পক্ষ থেকে। এ সময় ২০২৩-২০২৪ সালের বিদায়ী সভাপতি  রোটাঃ মুহাম্মদ রকিবুল হাসান  রুমন ও সেক্রেটারি ( সচিব ) এস এম মোরশেদ সেলিম নবাগত ২০২৪-২০২৫ সালের সভাপতি রোটাঃ মুহাম্মদ রকিবুল হাসান এবং সেক্রেটারি অ্যাডঃ মাহমুদ হাসান কবিরের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সভায় ক্লাবের পক্ষ থেকে দুটি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহযোগিতা প্রদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলোয়াত করেন ক্লাবের যুব বিষয়ক কর্মকতা রোটাঃ মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। জাতীয় সংগীত পরিবেশন করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ রহিমা বেগম। রোটারী প্রত্যয় পাঠ করেন রোটাঃ ইলিয়াছ।

ক্লাবের সভাপতি রোটাঃ মুহাম্মদ রকিবুল হাসানের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রোটাঃ রহিমা বেগম, রোটাঃ মফিজ উদ্দিন সরকার পিএইচএফ ( ক্লাব লানিং ফ্যাসিলেটর ), চাঁদপুর রোটারী ক্লাবের নবাগত সভাপতি অ্যাডঃ নজরুল ইসলাম, সেক্রেটারি ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন,হিলশা সিটি রোটারী ক্লাবের ফাষ্টলেডী মাহমুদা রহমান, ক্লাব সচিব রোটাঃ অ্যাডঃ মাহমুদুল হাসান কবির, ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ তাজুল ইসলাম, ট্রেনার রোটাঃ পিপি মোহাম্মদ আসিফ উল ইসলাম,সহ-সভাপতি (১) রোটাঃ কাজী মুহাম্মদ  খায়রুল হাসান ঝুমন, বিদায়ী সচিব রোটাঃ এস এম মোরশেদ সেলিম, বর্তমান কমিটির জয়েন্ট সেক্রেটারি রোটাঃ ইলিয়াছ মজুমদার ,রোটাঃ সাখওয়াত হোসেন ভুইয়া প্রমুখ।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা শেষে তাদেরকে পুরুস্কার তুলে দেন ক্লাব কর্মকতারা। অনুষ্ঠানে চাঁদপুরের রক্্ির মিউজিক্যাল গ্রুপ ও রঙ্গের ঢোল যৌথভাবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অণুষ্ঠান পরিবেশন করেন।

Loading

শেয়ার করুন: