
স্টাফ রিপোর্টার ॥
জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুরের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে এ কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।
তিনি বলেন, যারা বিচার প্রার্থীদের নিয়ে ভালো কাজ করে তাদেরকে আমরা প্রতিবছরে পুরস্কৃত করে থাকি। ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা বিচার প্রার্থীদের সেবা দেওয়ার কাজ করে যাচ্ছি। লিগ্যাল এইড অফিসে বিচার প্রার্থীরা দরখাস্ত দিলেই কার্যক্রম শুরু হয়। যারাই আমরা লিগ্যাল এইডের সাথে জড়িত রয়েছি সকলেই আমরা আন্তরিকতার সহিত কাজ করে যাবো।
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ( জেলা ও দায়রা জজ) আবদুল হান্নান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড.জসিম উদ্দিন (মেহেদী হাসান), চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি অ্যাড. শিরিন আসমা সুলতানা মুক্তা, জেলার মনির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার( ভারপ্রাপ্ত) আবদুল কাহহার বিল্লাহ। উপস্থিত ছিলেন জেলা লিগাল এইড কমিটির অতিথিসহ প্যানেল আইনজীবীরা।