১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জুম অ্যাপের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাবউদ্দিন,চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে যারা বুদ্ধিজীবীদের হত্যার নীলনকশা করেছে,স্বাধীনতাবিরোধী সেই চক্র যেনো আর কোনো দিন মাথাচাড়া দিতে উঠতে না পারে সেদিকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন।