শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়ন চাইলে আবারও নৌকায় ভোট দিন : শিক্ষামন্ত্রী

মেঘনা বার্তা ডেক্স ॥

চাঁদপুর সদর-হাইমচর (চাঁদপুর -৩ ) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়ে তিন তিনবার সংসদ সদস্য বানিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপনাদের রায়কে স্বাগত জানিয়ে আমাকে দু দু বার মন্ত্রী বানিয়েছে। যার কারণে আপনাদেরকে দেওয়া আমার নির্বাচনী সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে ইতিমধ্যে পূরণ করতে সক্ষম হয়েছি। এবার আর নির্বাচনের আগে কোন নুতন প্রতিশ্রুতি দিতে চাই না। আপনাদের মেয়ে হিসেবে যদি কোন ভুল ত্রুটি করে থাকি দয়া করে ক্ষমা করে দেবেন। আগামী নির্বাচনে আবারও নৌকার প্রার্থীকে বিজয়ী করবেন। ইনশাআল্লাহ, কথা দিচ্ছ নৌকার বিজয় হলে আওয়ামী লীগের বিজয় হবে। তখন চাঁদপুর বাসীর জন্য যা যা করণীয় সবকিছু করে দেব ইনশাআল্লাহ।

বুধবার (০১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়া মাঠে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) সংসদীয় আসনে গত তিন বছরে (২০২১-২০২৩) বাস্তবায়ন ও চলমান বিভিন্ন উন্নয়মূলক কাজের উদ্বোধন ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরুধী দলের উদ্দেশ্য দীপু মনি বলেন, যারা দেশে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশকে অস্থিতিশীল করে তোলে, তারাওতো একসময় ক্ষমতায় ছিল। সে সময় তারা কতটুকু উন্নয়ন করেছে ? তার বিচার আপনাদের কাছেই রইল।

তিনি বলেন, একজন নেত্রী অসুস্থ। আমি তার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হন । তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। তার আত্মার শান্তি কামনা করি। তার আরেক ছেলে বিদেশে বসে মনোনয়ন বাণিজ্য করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় এক আসনে পাঁচ জনের কাছে মনোনয়ন বিক্রি করছে। সে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। জঙ্গিবাদের হোতাও সেই ছেলে। এটা এ দেশের মানুষ ভালো করেই জানে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা বলেই তিনি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য চিন্তা করেন। দেশের উন্নয়নের জন্য কাজ করেন । এদেশের আলেম-ওলামাদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি সাধ্যমত কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। কই! যারা কথায় কথায় ইসলামের কথা বলে, তারা তো ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলেন না।

মন্ত্রী বলেন, আজ আমি একত্রে প্রায় শতাধিক উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করলাম। এর আগে বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে গিয়ে উন্নয়ন কাজের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্থ স্থাপন করতাম। সেভাবে উদ্বোধন করলে সরকারের এতসব উন্নয়নের কথা শুধুমাত্র ওই ওয়ার্ড কিংবা ইউনিয়নের লোকজনই জানতেন। সে জন্যে আমাদের নেতৃবৃন্দ সমাবেশ করে অনেকগুলো প্রকল্প একত্রে উদ্বোধনের প্রস্তাব করেন। সুন্দর একটি প্রস্তাবের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই।

চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলার সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী এবং হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূর হোসেন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোবারক হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পিপি অ্যাড রনজিত রায় চৌধুরী, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা অধ্যাপক ড. নাসরিন সুলতানা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানারা বেগম, আলগী বাজার জামে মসজিদের ইমাম মাও. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি মেডিকেল কলেজের ছাত্রী মালিয়া বিনতে মলিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড মজিবুর রহমান ভূইয়া,ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, সুধীজন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর, চাঁদপুর জেলা ছাত্র লীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর ও হাইমচর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , আওয়ামী লীগ , ছাত্র লীগ, যুব লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: