শাহতলী পাটোয়ারী বাড়ি মক্তবে বার্ষিক ছবক ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

 

নিজস্ব প্রতিনিধি ॥

চাঁদপুর সদর উপজেলার শাহতলী পাটোয়ারী বাড়ি জামে মসজিদ এবং মক্তবের বার্ষিক সবক দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৪ জানুয়ারি ভোরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মেঘনা বার্তা সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার দেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াসউদ্দিন মিলন।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল হালিম এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং ব্যবসায়ী জহিরুল হক লালু মাস্টার, মক্তবের পরিচালক তানভীর আহমেদ পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ক্যাশিয়ার আলমগীর পাটোয়ারী, মক্তবের শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, শিক্ষক এবং মসজিদের মুয়াজ্জিন মোবারক হোসেন, সদস্য সাইফুল ইসলাম পাটোয়ারী, আব্দুল হক পাটোয়ারী, রাসেল পাটোয়ারী , বদু গাজী প্রমুখ।

মক্তবে এ বছর আলিফ বা তা ছা পড়া শুরু করে কোরআন শিখে বিদায় নিয়েছে ৫ জন ছাত্র। অন্যরা আমপারা কায়দা এবং আরবি পড়ছে। এ মক্তবে প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রীর রয়েছে।

উল্লেখ্য, মক্তবটি পরিচালনা করেন পাটোয়ারি বাড়ির কৃতি সন্তান মরহুম মহসিন উল্লাহ পাটোয়ারীর পরিবারের সদস্যরা। এক সময় এই মক্তবের জন্য অগাধ পরিশ্রম করেছেন মহাসিন উল্লাহ পাটোয়ারী ছোট ভাই এডভোকেট মনোয়ার উল্লাহ পাটোয়ারী।

ছাত্রদের ছবক অনুষ্ঠান এবং বিদায় অনুষ্ঠানের পর এলাকার প্রয়াতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।

Loading

শেয়ার করুন: