শাহরাস্তিতে চাঁদপুর ৫ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মেজর রফিক 

 

মোঃ মহিউদ্দিন :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর -৫ (হাজীগঞ্জ – শাহরাস্তি) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের দলিয় মনোনয়ন প্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের এক নং সেক্টর কমান্ডার, জীবন্ত কিংবদন্তি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গতকাল ২৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের কার্যালয়ে স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াস মিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান প্রমুখ।

Loading

শেয়ার করুন: