শাহরাস্তিতে জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানসহ সাজাপ্রাপ্ত ৯ আসামী আটক

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদপুরের শাহরাস্তিতে জেলা পরিষদের সাবেক সদস্য তুহিন খানসহ আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেনের নিদের্শনায় সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আদালতের  পরোয়ানাভুক্ত আসামী জেলা পরিষদের সাবেক সদস্য রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের কুরকামতা গ্রামের মৃত আকবর আলী খানের পুত্র তুহিন খান, মেহের দক্ষিণ ইউনিয়নের দেবকরা গ্রামের আনিছুর রহমান খোকনের কন্যা আয়েশা আক্তার কিরন, মুন্সী বাড়ির মৃত আঃ গফুরের পুত্র আলী হোসেন, মৃত মাইনুদ্দিনের পুত্র ইউসুফ, চিতিল্যা পাড়ার আসাদ উল্যাহর পুত্র ইয়াছিন, নিজমেহার গ্রামের পন্ডিত বাড়ির মৃত মুমিন মিয়ার পুত্র জামাল, মৃত আবুল হাসেমের পুত্র জাহাঙ্গীর হোসেন, রায়শ্রী উত্তর ইউনিয়নের আতাকরা গ্রামের মিজানুর রহমানের পুত্র মেহেদী হাসান ও
সাজাপ্রাপ্ত আসামী টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের মিজানুর রহমানের পুত্র মোঃ শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় পুলিশ এসকর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকসহ যেকোনো অপরাধ নির্মূলে পুলিশ নিরলস কাজ করছে।

Loading

শেয়ার করুন: