নিজস্ব প্রতিবেদক :
দিনটি ছিল শুক্রবার। রৌদজ্জল ছিলো পুরো মাঠ। শাহারাস্তি উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠটি ছিলো দর্শকদের উপচে পড়া ভীড়। সকাল থেকে শুরু হওয়া গৌধুলীলগ্ন পর্যন্ত মাঠে এবং আশে পাশের মাকেট ও বিভিন্ন বিল্ডিংয়ের ছাদে নারী-পুরুষদের দাঁড়িয়ে খেলা দেখতে দেখা যায়। টুনামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করে উপলতা যুব সংঘ।
চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো. আশরাফুল ও জাতীয় দলের ক্রিকেটার ও ফাস্ট বোলার সাইফুদ্দিন অতিথিরা ।
শাহারাস্তি পিমিয়ার লীগ টেপ টেনিস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সিজনের গ্র্যান্ড ফাইনালে অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অজন করেন উপলতা যুব সংঘ। উপলতা ক্লাবটি ২ উইকেটে জয়লাভ করে।
চার ও ছক্কার এ টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিল অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব ও উপলতা স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে এবং পৃষ্ঠপোষকতায় ছিলেন নৌ-পরিবহন মন্ত্রানলয়ের সিনিয়র সচিব মো : মোস্তফা কামাল।
ফাইনালের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোদেজা আক্তার খানম।
টুর্নামেন্টের আয়োজক ও ক্রিকেটার সাদ্দাম হোসেন মিঠুর সার্বিক তত্বাবধায়নে ফাইনালে টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অষ্টোগ্রাম স্পোর্টিং ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৩৪ রান করেন।
উপলতা যুব সংঘ ২৩৫ রানের জয়ের টার্গেট নিয়ে মাঠে নামেন। তারা ১৯ ওভার ৪ বলে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান।
টুর্নামেন্টে অংশ নেয় ৩২টি দল। খেলার উদ্বোধন করেন সেক্টর কমান্ডার মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।