শাহরাস্তিতে বাতিলকৃত ৬ চেয়ারম্যানসহ ৭ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলার বাতিল হওয়া ৬ চেয়ারম্যান প্রার্থীও ১ সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা নির্বাচন অফিসার মো: তোফায়েল হোসেন।

প্রার্থীদের আপিলের প্রেক্ষিতে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টা হতে অনুষ্ঠিত শুনানী শেষে তিনি এসব মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

উপজেলা নির্বাচন অফিসার মো: আবুল কাসেম জানান, গত ২৫ নভেম্বর মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৪শ’১৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার (২৯ নভেম্বর) মনোনয়ন পত্র বাছাইয়ে ৬ চেয়ারম্যানসহ ৭ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

বাতিলকৃতরা হলেন রায়শ্রী উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) মোঃ সেলিম পাটোয়ারী লিটন, একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মাসুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান (স্বতন্ত্র প্রার্থী) মোঃ আবু হানিফ, একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আঃ সাত্তার, সূচীপাড়া উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনির হোসেন ও মেহের উত্তর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম রনি, একই ইউনিয়নের ৩ নং সংরক্ষিত সদস্য কোহিনূর আক্তারের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছিলো। শুক্রবার প্রার্থীদের আপীলের প্রেক্ষিতে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন শুনানী শেষে এসব মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী আগামি ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।

Loading

শেয়ার করুন: