মোঃ মহিউদ্দিন:
শাহরাস্তিতে উপজেলাব্যাপি এইচএসসি ও আলিমে জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবিণ বরন অনুষ্ঠান গতকাল ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মেহের ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কলেজের গভর্নিং বডির সদস্য আজগর হোসেন মিয়াজির সঞ্চালনায় কলেজ গভর্নিং বডির সভাপতি মাঈনুদ্দীন আহমেদ (ইকবাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইন্জিঃ মমিনুল হক।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদি সরকার শিক্ষা ব্যাবস্থাকে পঙ্গু করে ফেলেছে, ভবিষ্যত প্রজন্ম যাতে মাথাতুলে দাঁড়াতে না পারে। চব্বিশের অর্জিত স্বাধীনতার মাধ্যমে এদেশের শিক্ষাব্যবস্থা মূল ধারায় ফিরে যাবে ইনশাআল্লাহ। মোবাইল বা ডিভাইসের প্রতি আশক্ত না হয়ে লেখা পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, বিতর্ক চর্চার আয়োজন শক্ষার্থীদের মানোন্নয়নে ভূমিকা রাখবে। কলেজ সরকারি করন প্রসঙ্গে তিনি বলেন, উপজেলার প্রথম এবং বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে এ কলেজটি সরকারি হওয়ার কথা ছিল। আমরা (বিএনপি) ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে মেহের ডিগ্রি কলেজ সরকারি করবো।
সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ এর কোরআন তেলোয়াত ও গোলাপ চক্রবর্তীর গীতা পাঠে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ আউয়াল মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, কলেজ গভর্নিং বডির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, সরকারি হোসেন সহরওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক এ এস এম মেহেদী হাসান, কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি ফখরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
মেহের ডিগ্রি কলেজ শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন কলেজ উপ-অধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী, এলাকাবাসীর পক্ষে মোজাম্মেল হক পাটওয়ারী, মেহের ডিগ্রি কলেজ কৃতি শিক্ষার্থীদের পক্ষে সামিয়া আলম, সূচীপাড়া ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নুসরাত জাহান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা উপজেলার প্রথম ডিগ্রি কলেজ, মেহের ডিগ্রি কলেজকে সরকারি করনের জোর দাবী তোলেন।
অনুষ্ঠানে শাহরাস্তি উপজেলার ৬টি কলেজ ও ৭টি মাদ্রাসার ৮৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।