শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনের যাত্রা শুরু হয়েছে। ২৬ জুন উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভায় যোগদানের মধ্য দিয়ে নব-নির্বাচিতদের যাত্রা শুরু হয়।
মাসিক সাধারণ সভার শুরুতে নব-নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। অনুষ্ঠানে বিদায়ী চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন, জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। স্বচ্ছতার মাধ্যমে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে হবে। আমি আশাকরি আগামী দিনগুলোতে জনগনকে আরো বেশি সেবা দেওয়া সম্ভব হবে।
উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মকবুল হোসেন পাটোয়ারী বলেন, জনগণ আমাকে যে কারণে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করবো তাদের প্রত্যাশা পূরণের। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবো।
বিদায়ী চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী নব-নির্বাচিতদের স্বাগত জানিয়ে বলেন, আমি যা করতে পারিনি আশা করি বর্তমান পরিষদ তার থেকেও ভালো করবে। আমি রাজনীতির সাথে সবসময়ই জড়িত থাকবো। আমাকে আপনারা সব সময়ই পাশে পাবেন। আমি এমপি মহোদয়ের সাথে থাকতে চাই। ওনি আমাদের গর্ব ওনার মতো একজন ভালো মানুষ পাওয়া আমাদের ভাগ্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ভাইস-চেয়ারম্যান ইমদাদুল হক মিলন, পৌর মেয়র হাজী আ: লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, জোবায়েদ কবির বাহাদুর।
সভায়, বিভিন্ন দপ্তরের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ মাসিক সভার সদস্যগণ উপস্থিত ছিলেন।