শিক্ষামন্ত্রীর  জন্মদিন উপলক্ষে পৌর ছাত্রলীগের  মিলাদ, দোয়া ও খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির জন্মদিন উপলক্ষে পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক  আরাফাত সানির উদ্যোগে মিলাদ, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 ৮ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন চিশতিয়া জামে মসজিদের সামনে অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আরাফাত সানি বলেন, আজ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আপার জন্মদিন উপলক্ষে আপাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপা অনেক সৌভাগ্যবতী কারণ আজকের এই দিনেই পাক হানাদার বাহিনীর করাল গ্রাস থেকে থেকে চাঁদপুর কে মুক্ত করে মুক্তিযোদ্ধারা। আর এই মুক্ত দিবসেই আপার জন্ম সেই হিসেবেই আপা অনেক সৌভাগ্যবান। তাই আপার দীর্ঘায়ু কামনা এবং চাঁদপুর ৩ আসনসহ তথা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যেন ভালোবাসতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সহ রিমন, আলী, মেহেদী, অনিক, তানভীর, নাসিম, সাকিব, আহাদ, জিসান, রাব্বি প্রমুখ।

Loading

শেয়ার করুন: