চাঁদপুর-৩ (হাইমচর ও চাঁদপুর সদর) আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ২৭ অক্টোবর শুক্রবার একদিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল পৌনে ১১টায় চাঁদপুর এসে পৌঁছবেন। পরে সকাল ১১টায় চাঁদপুর ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন আয়োজিত চাঁদপুর জেলা থেকে ২০২২-২০২৩ সেশনে ভর্তিকৃত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৩ ও ভর্তিচ্ছুদের উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পুরানবাজার ডিগ্রি কলেজে চাঁদপুরের নারী সংগঠন বিজয়ী’র অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।
দুপুর পৌনে ২টায় সড়কপথে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে যাত্রা করে সেখানে দুপুর সোয়া ২টায় রায়পুর সরকারি কলেজের ৬তলা বিশিষ্ট নূতন ভবনের শুভ উদ্বোধন, রায়পুর আলীয়া মাদ্রাসার ৪তলা বিশিষ্ট নূতন ভন শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিকেল পৌনে ৪টায় রায়পুর আর্ট স্কুল পরিদর্শন এবং বিকেল ৪টায় রায়পুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এরপর সন্ধ্যায় ৭টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।