শিক্ষামন্ত্রী তিনদিনের সফরে আজ চাঁদপুর আসছেন

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ ১৩ আক্টোবর বৃহস্পতিবার ৩ দিনের সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল ১০টায় চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছবেন।

পরে বেলা ১১টায় বড় স্টেশন মোলহেডে চাঁদপুর নৌ পুলিশ কর্তৃক আয়োজিত মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা ও নৌ র‌্যালিতে যোগদান শেষে বিকেল ৩টায় মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের লোগো উন্মোচন ও বিকেল ৪টায় চাঁদপুর স্টেডিয়ামে ১৯তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সন্ধ্যা সোয়া ৬টায় চাঁদপুর সরকারি কলেজের ৭৫ বছরপূর্তি উপলক্ষে লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগদান, সন্ধ্যা ৭টায় চাঁদপুর শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভার ১০০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে যোগদান, রাত সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব ২০২২-এর বিতার্কিকদের সম্মানে ‘ডিবেটার্স মিট উইথ ডাঃ দীপু মনি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন ১৪ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এর উদ্বোধনী র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরদিন ১৫ অক্টোবর শনিবার সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত ভাষাবীর এমএ ওয়াদুদ স্মারক জাতীয় বিতর্ক উৎসব-২০২২-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন রাত ৮টায় তিনি ঢাকার উদ্দশ্যে যাত্রা করবেন।

Loading

শেয়ার করুন: