শিক্ষার মান ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ: শেখ ফরিদ আহমেদ মানিক

মাসুদ রানা ॥

চাঁদপুর শহরের দক্ষিণ গুনরাজদী এলাকায় আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে মাদরাসার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

এসময় তিনি বলেন, আমি জানতে পেরেছি এ প্রতিষ্ঠানটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হয়েও এখনো অবকাঠামোর দিক দিয়ে পিছিয়ে রয়েছে। কিছুদিন আগেই আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলাপ চালিতায় যা শুনতে পেরেছি যে সমস্ত প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা বেশি সে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে অবকাঠামো তৈরির ব্যাপারে সহযোগিতা করবেন, ইনশাআল্লাহ আমিও এই প্রতিষ্ঠানের অবকাঠামো তৈরির ব্যাপারে কথা বলব। বিগত কয়েক বছরে শিক্ষার মান ধংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে আওয়ামী লীগ। আল্লাহর রহমতে দীর্ঘ আন্দোলনের পর এখন একটা নিয়মের মধ্যে চলে আসছে।

তিনি আরও বলেন, আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থা আবার সেই আগের মত ফেরত আসবে, হয়তোবা একটু সময়ের ব্যাপার। আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন আমাদের প্রত্যেকের একটা সাবজেক্ট থাকতো যার নাম ইসলামিয়াত। আমরা আরবি শিখেছি মক্তব থেকে। বাড়ির সামনে কাচারি ঘর থাকতো, সেখানে ভোরবেলা হুজুর আসতো, আমরা মাটির উপরে পাটি বিছিয়ে এলাকার সবাই মিলে মাটিতে বসে আরবি শিখতাম। আমাদের সেই আগের শিক্ষাকে পুনরাবস্থায় আনতে হবে। আমরা যদি এখন সে আগের মত শিক্ষাব্যবস্থা চালু করে কোমলমতি শিশুদের সুন্দর করে শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি তাহলে আমার মনে হয় “শিক্ষাই জাতির মেরুদন্ড” এটাই বাস্তবায়ন হবে। পরিশেষে প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করছি।

মাদ্রাসার সুপার আলহাজ্ব জিয়াউদ্দিন খন্দকারের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে, পৌর সভার ১১ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নাছির উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. মোঃ সলিমউল্লা সেলিম, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর থানা বিএনপির সাভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডঃ হারুনুর রশিদ, আনোয়ারা ইসলাম সমাজ কল্যাণ ট্রাস্টের সভাপতি মোঃ আসাদুজ্জামান সুজন।

এছাড়া অনুষ্ঠানে  জেলা বিএনপির সহ-সভাপতি ডি এম শাহজাহান, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নয়ন মাহমুদ ভূইয়া, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদার, ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

Loading

শেয়ার করুন: