শিক্ষিত বেকার বন্ধুদের ইয়োলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট  উদ্বোধন

 

মাসুদ রানা:

পবিত্র ঈদুল আযহার পরের দিন, ১৯ জুন মঙ্গলবার বেলা ৩ টায় চাঁদপুর-ফরিদগঞ্জ রোডে জেলা নির্বাচন অফিসার কার্যালয়ের উত্তর পার্শ্বে মনোরম পরিবেশে, প্রকৃতির আলো-বাতাস সম্পন্ন, অত্যন্ত পরিচ্ছন্নভাবে “ইয়োলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট” র শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে।

উদ্বোধনী ফিতা কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন গাজী, ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইমরান হক গাজী, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন বাবলু, পৌর ছাত্রলীগ আহবায়ক ইউসুফ গাজী মুন্না, ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেম গাজী, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি কাকন গাজী, ছাত্রলীগ নেতা নূর হোসেন প্রিন্স উপস্থিত ছিলেন।

রেস্টুরেন্ট পরিচালনা পর্ষদের মধ্যে রয়েছেন, মোঃ সাখাওয়াত হোসেন (হিজু), হাসান পাটোয়ারী, তানভীর আহমেদ, দেওয়ান সালাউদ্দিন, মোঃ হাসানাত দেওয়ান এ সময় তারা বলেন, আমরা পাঁচ বন্ধু চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে বেকার ছিলাম, এই জায়গাটি ছিল একটা মাদকের আড্ডাখানা, এরই মধ্যে ৫ জন বন্ধুর মতামত নিয়ে আমরা এই জায়গার মালিকের সাথে কথা বলি, জায়গার মালিক খুব ভালো মানুষ, উনি প্রবাসে থাকেন, উনি আমাদের এই তরুণ প্রজন্মকে দেখে আমাদের স্বাগত জানিয়ে বলেন তোমরা যেহেতু তরুণ প্রজন্ম কাজ করে সাবলম্বী হতে চাও, তাহলে আমি আর বাধা দিব না আমি জায়গা তোমাদেরকে দিব। ঠিক ঐ দিনই আমরা জায়গার মালিকের সাথে কথা বলে ডিড করে ফেলি, এবং নোংরা জায়গাটুকু কে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সুন্দর পরিবেশে রূপান্তর করি। এর মধ্যে আমাদের এ পাঁচ বন্ধুদের মধ্যেও বাঁক বিতণ্ডা হয়েছে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী না করে। আমরা একসাথে মিলেমিশে কাজ করেছি সেখান থেকেই আজকের এই ইয়োলো ক্যাফে এন্ড রেস্টুরেন্ট।

Loading

শেয়ার করুন: