নিজস্ব প্রতিনিধি ॥
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির দায়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বরিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাস, একই গ্রামের পাটওয়ারী বাড়ীর সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেনকে হাজীগঞ্জ বাজারে বড় মসজিদের সামনে শিয়ালের মাংস বিক্রির ৫হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো: মেহেদী হাসান মানিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো:মেহেদী হাসান মানিক জানান,আমাদের হাজীগঞ্জ বাজারে বড় মসজিদের সামনে শিয়ালের মাংস বিক্রি সময় তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করি। এসময় তাদের কাছ থেকে শিয়ালে মাথা, চামড়া, মাংস জব্দ করি। জব্দ করা শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এসময় পুলিশসহ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।