শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে জেলা আইনজীবী সমিতি নেতাদের শুভেচ্ছা বিনিময়

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির নেতারাসহ অন্যান্য আইনজীবী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর শহরের মুনিরা ভবনে জেলাও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা ও জেলা আইনজীবী সমিতির নবাগত কার্যকরী কমিটির নেতাদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, সাধারণ সম্পাদক ও জিপি অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রীপন, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি সভাপতি অ্যাড.বাবর বেপারী ( জহিরউদ্দিন) , সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দিন ( মেহেদী হাসান), বুকের এই যে দেন চাঁদপুর জেলা আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সিনিয়র আইনজীবী অ্যাড.কামাল উদ্দিন আহমেদ , অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড. তাফাজ্জল হোসেন, অ্যাড. রেহেনা ইয়াসমিন কচি,অ্যাড.কাজী খায়রুল ইসলাম ঝুমান, অ্যাড. আলম খান মঞ্জু, অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাড. কাদের খান, অ্যাড.মুজাহেদুল ইসলাম সাদ্দাম সহ আইনজীবীরা।

Loading

শেয়ার করুন: