সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফটো জার্নালিস্টরা : পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক ॥

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম  বলেছেন, একটি ছবি অনেক তথ্য দেয়। একটি পিকচার সমাজকে পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধসহ অনেক সংগ্রামের ছবি আমাদের সেই পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। আপনারা যারা সাংবাদিকতা করেন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ছবি। সেই ছবি তোলার দায়িত্ব হচ্ছে আপনাদের। তাই সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যরা (আপনারা)। সাংবাদিকদের পেশাগত দায়িত্বে যে কোন সমস্যায় পুলিশ প্রশানক পাশে থাকবে। একটাই উদ্দেশ্য চাঁদপুরে আইন শৃঙ্খলা সুষ্ঠু ও সুন্দর রাখতে হবে।

গতকাল রোববার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন, মাদকবিরোধী অভিযানে আমাদের জিরো ট্রলারেন্স। মাদকসহ কেউ ধরা পড়লে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না। আমরা সকল থানায় নির্দেশনা দিয়েছি সেবা প্রত্যাশীদের ভালো আচরণ ও সর্বোচ্চ সেবাটা দেয়া হয়। কিশোর গ্যাং এর তথ্য সংগ্রহ করা হচ্ছে। চাঁদপুর পুলিশ দ্রুত সময় তথ্য দেওয়া ক্ষেত্রে কোন ধরনের কৃপনতা করবে না। কোন থানায় গিয়ে যদি কাঙ্খিত তথ্য বা ব্যবহার না পান, তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, ক্রাইম এন্ড অ্যাপস ইন্টিলিজেন্ট রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মনীষ, ডিআই-১ মনিরুল ইসলাম।

উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এম লতিফ, সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক কে এম মাসুদ, বর্তমান কমিটির সহ-সভাপতি এস এম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল রহমান গাজী, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, সদস্য মাসুদ আলম, মানিক দাস, বিমল চৌধুরী, মুহাম্মদ আলমগীর পাটোয়ারী, জামার হোসেন আখন্দ, এম এম কামাল, সাইদ হোসেন অপু, আশিক বিন রহিম, শাহরিয়ার পলাশ, মুহাম্মদ ইব্রাহিম খান, ইমাম হোসেন প্রমুখ ।

Loading

শেয়ার করুন: