চাঁদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনু্ষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহানাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ, এনএসআই চাঁদপর এর উপ-পরিচালক কাউসার জামান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী,সাধারণ সম্পাদক রহিম বাদশা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী,রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী, রামপুরের ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু, হানারচর ইউপির চেয়ারম্যান অাব্দুস ছাত্তার রাঢ়ী প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা শাহানাজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কেবলমাত্র প্রশাসনের দায়িত্ব তা কিন্তু নয়। যে কোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষা সকলের দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রয়াস থাকতে হবে। আমদের সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমি অল্পকিছু দিন হলো এখানে যোগদান করেছি। এরই মধ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নতুন যোগ দিলেন। চাঁদপুর সদরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে আমরা নতুন উদ্যোমে নতুনভাবে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে সহ যে কোনো অপরাধকে আমরা কঠোর হাতে দমন করবো।