সদর উপজেলা পরিষদের নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁদপুর সদর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত নিয়মিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম দেওয়ান। মাসিক সভায় সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, উপজেলা প্রকৌশলী এ এস এম রাশেদুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, রামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আল মামুন পাটোয়ারী, ইব্রাহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ কাশেম খান, চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী সহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও চেয়ারম্যান বৃন্দ।

এ সময় জেলা আইন-শৃঙ্খলা কমিটির জাটকা নিধন রোধে বিভিন্ন পদক্ষেপ, ভিজিএফ চাল বন্টন প্রক্রিয়া, চুরি বৃদ্ধি রোধে পদক্ষেপ, সদর উপজেলা পরিষদে নিরাপত্তা জোরদার নিয়ে পর্যালোচনা ও সমাধান প্রক্রিয়ার দিকনির্দেশনা প্রদান করা হয়।

Loading

শেয়ার করুন: